অপ্রতিরোধ্য মেসির সঙ্গে সুয়ারেজের ঝলক, মায়ামির বড় জয়
মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আমেরিকার স্থানীয় সময় শনিবার (৪ মে) সন্ধ্যায় নিউইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ। তবে, পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন মায়ামি অধিনায়ক মেসি। ম্যাচে একটি গোল করলেও অ্যাসিস্ট করেছেন পাঁচটিতে।
মেসি-সুয়ারেজ বার্সেলোনায় থাকাকালীন যে দুরন্ত রসায়ন ছিল, সেটি যেন ফিরিয়ে আনলেন দুই তারকা। কাতালুনিয়া থেকে ফ্লোরিডা, মাঝে প্রায় এক দশক কাটলেও জং ধরেনি কারো পায়ে। মেসির একমাত্র গোলে সুয়ারেজের সহায়তা, সুয়ারেজের সবগুলো গোলের পেছনের কারিগর মেসি। এতে, দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ রেড বুলস।
প্রথমে অবশ্য এগিয়ে যায় রেড বুলস। ৩০ মিনিটে দান্তের গোলে লিড পায় অতিথিরা। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। কে জানত, বিরতির পর তাদের জন্য অপেক্ষা করছে বিভীষিকা। ঝড় বইয়ে দেবেন মেসি-সুয়ারেজ জুটি। তাদের সঙ্গে যোগ দিয়ে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস।
ম্যাচের ৪৮ মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মাতিয়াস। ৫০ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মেসি। এক গোলের লিড নেয় মায়ামি। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মাতিয়াস। মায়ামি নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। এরপর দৃশ্যপটে আসেন সুয়ারেজ।
৬৮, ৭৫ ও ৮১—১৩ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। তিনটি গোলেরই অ্যাসিস্ট করেন মেসি। নিজের দিনে কতটা বিধ্বংসী তিনি, সেটিই আরেকবার প্রমাণ করলেন ক্ষুদে জাদুকর। দলকে এনে দিলেন বড় জয়।