বাংলায় বাঙালিদের ভালোবাসা জানালেন রাজা
ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। সেখানে ভদ্রতার অনন্য নিদর্শন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে ক্রিকেটে রাজা বেশ বড় এক নাম। নিবেদিতপ্রাণ এক ক্রিকেটার, যিনি খেলতে পারতেন পাকিস্তানের জার্সিতেও। তবে, বেছে নিয়েছেন আফ্রিকান দেশটিকে, অবদান রেখেছেন ক্রিকেটের প্রত্যাবর্তনে।
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়েকে। স্বাগতিকদের হারানো শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বাংলাদেশের প্রতি রাজার রয়েছে আলাদা ভালো লাগা। এই সিরিজেই যেমন পুরো পরিবার নিয়ে এলেন বাংলাদেশ সফরে।
সিরিজ শুরুর আগে রাজা বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয় এই দেশে। বাংলাদেশ আমাদের ক্রিকেটের (জিম্বাবুয়ে) অনেক বড় বন্ধু। আমরা নিয়মিত খেলতাম। এখন কিছুটা কম খেলা হচ্ছে। হতে পারে এটিই আমার শেষ বাংলাদেশ সফর। এ কারণে স্ত্রী, কন্যা, পুত্রদের নিয়ে এসেছি। এ দেশের আতিথেয়তায় বরাবরই মুগ্ধ হয়েছি। তারও যেন সেই অভিজ্ঞতাটা নিতে পারে।’
সিরিজ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ দেশের মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ করেছেন রাজা। পাশাপাশি শুভকামনা জানান বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে। বাংলায় লেখেন ভালোবাসার কথা।
রাজা বলেন, ‘আমাদের আতিথেয়তা দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ। তাদের বিশ্বকাপ যাত্রার জন্য অনেক শুভকামনা। বাংলাদেশিদেরও আন্তরিক ধন্যবাদ জিম্বাবুয়ে দলকে, আমাকে ও আমার পরিবারকে ভালোবাসা দেওয়ায়। আমি তোমাদের ভালোবাসি। আবারও দেখা হবে।’