দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন কে?
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। তানভীর ইসলাম ছাড়া খুব একটা চমক নেই বিশ্বকাপ দলে। আক্ষেপের নাম সাইফউদ্দিনকে নিয়ে। প্রত্যাশিত তালিকায় থেকেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি।
বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ছয়জনই নেই এবারের বিশ্বকাপে। অন্যদিকে, বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে ঠিক ছয়জনের এটি প্রথম বিশ্বকাপ।
অনেকের আবার নবম বিশ্বকাপও হতে যাচ্ছে এটি। একটু অভিজ্ঞতার কথা বিচার করলে দেখা যায়—বাংলাদেশের বিশ্বকাপ দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নামটা সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে তিনি। আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে যাচ্ছে তার নবম বিশ্বকাপ। এর আগে তিনি খেলে ফেলেছেন আটটি বিশ্বকাপ।
পরের নামটি মাহমুদউল্লাহ রিয়াদের। দেশের হয়ে তিনি খেলেছেন সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারেরটি সহ হবে আটটি। শুধুমাত্র ২০২২ সালে অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দেওয়া হয় বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে।
পরের নামটি তাসকিন আহমেদের। সহ-অধিনায়ক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থটি। একই ভাবে আসন্ন বিশ্বকাপ চতুর্থ হবে সৌম্য সরকারের। লিটন দাস ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম খেলবেন তৃতীয় বিশ্বকাপ। বাংলাদেশ অধিনায়ক এই তালিকায় একটু পিছিয়ে। তিনি খেলবেন দ্বিতীয় বিশ্বকাপ। শেখ মেহেদিও খেলবেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।