বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা কী, জানালেন প্রধান নির্বাচক
দল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ। কারা ধরবেন বিশ্বকাপের বিমান, সেটি আজ মঙ্গলবার (১৪ মে) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, বিশ্বকাপে দলের প্রতি প্রত্যাশার কথা।
মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক নিজের ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এর আগে অবশ্য রসিকতা করে সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন লিপু। তিনি বলেন, আপনাদের প্রত্যাশা কী? এরপর দলের প্রতি প্রত্যাশা নিয়ে কথা বললেন তিনি।
লিপু বলেন, ‘প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। এটাকে ধাপে ধাপে দেখতে হবে। প্রাথমিক রাউন্ডের প্রত্যাশা, যতটা সুযোগ আছে কাজে লাগানো। যদি বলি, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগে থেকেই হেরে বসে থাকব, এর মানে তাদের আমরা হারাতে পারব না, তা নয়। আরও তিনটি ম্যাচ আছে, আমরা জেতার জন্য চেষ্টা করব। বাস্তবতার নিরিখে বললে, প্রথম ম্যাচটাই (শ্রীলঙ্কার বিপক্ষে) মোমেন্টাম তৈরির জন্য গুরুত্বপূর্ণ। দুইটা দলই বিশ্বাস করে, একে অপরকে হারাতে পারবে। দুটি দলই চাপের মুখে থাকবে।’
নতুন ও পুরোনোদের মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল গঠন করেছে বিসিবি। বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ছয়জন নেই এবারের বিশ্বকাপে। অন্যদিকে, বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে ঠিক ছয়জনের এটি প্রথম বিশ্বকাপ।