শুধু ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান হৃদয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়া এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের।
বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা অনেক। দলের তারকারাও সবটা উজাড় করে দেওয়ার ব্রত নিয়ে দেশ ছেড়েছেন। পেসার ও সহ-অধিনায়ক তাসকিন আহমেদ দোয়া চেয়েছেন সবার কাছে। তবে, দলের আরেক তারকা তাওহিদ হৃদয়ের স্বপ্নটা বহুদূর বিস্তৃত। তিনি চান, বিশ্বকাপ শিরোপা জিততে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে আজ বৃহস্পতিবার (১৬ মে) এ কথা বলেন হৃদয়। হৃদয় বলেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করতে চাই। শুধু ভালো করা না, কাপ নিতে চাই। শুধু আমি না, আমরা সবাই শিরোপা জিততে চাই।’
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেন হৃদয়। জিম্বাবুয়ে সিরিজে সবাই যখন ব্যর্থ, হৃদয়ের ব্যাট জ্বলে উঠেছে প্রয়োজনের সময়। বিশ্বকাপেও তার কাছ থেকে প্রত্যাশা থাকবে দলে অবদান রাখার।
আগামী ২ জুন থেকে শুরু হলেও বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরবর্তী ম্যাচ ১০ জুন, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ছাড়া, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডস এবং ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। চার গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সুপার এইটে।