কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি নির্ধারণ
কোপা আমেরিকার বেশিদিন বাকি নেই। আগামী ২০ জুন থেকে গড়াবে ফুটবলের এই জমজমাট আসরটি। প্রথম দিনই মাঠে নামবে কোপার বর্তমান চ্যাম্পিয়ন তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, কোপা আমেরিকায় নিজেদের মিশন শুরুর আগেও দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
ওই দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি নির্ধারণ হয়ে গেছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার মধ্যে একটিতে প্রতিপক্ষ লাতিন আমেরিকার ইকুয়েডর, আরেকটিতে মধ্য আমেরিকার দল গুয়েতেমালা।
বিবৃতি অনুসারে প্রথম ম্যাচে ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। পরের ম্যাচে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে মোকাবিলা করবে গুয়েতেমারাকে।
মূল পর্বে ২০ জুন কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচটি হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এরপর ২৫ জুন নিউজার্সিতে চিলির মুখোমুখি হবে মেসির দল। তৃতীয় ম্যাচ হবে মায়ামিতে। সেটি হবে পেরুর বিপক্ষে।
‘এ’ গ্রুপে থাকা আর্জেন্টিনার এই তিন প্রতিপক্ষ তিনটিই। গ্রুপের এক নম্বর দল হয়ে কোপার অভিযান শুরু করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।