মুস্তাফিজের দলের মালিকানা বদল!
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অনিশ্চয়তায় পড়েছিল মুস্তাফিজুর রহমানের খেলা। তাকে সরাসরি দলে নেয় ডাম্বুলা থান্ডার্স। আগামী মৌসুমে এলপিএলে দলটির হয়ে খেলার কথা মুস্তাফিজের। আইকন ক্রিকেটার হিসেবে তাকে নিয়েছিল এলপিএলের নতুন দলটি। তবে, দলের মালিক তামিম রহমান গতকাল বুধবার (২২ মে) ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন।
এবার ডাম্বুলার মালিকানা কিনেছিল বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস। প্রতিষ্ঠানটির মালিক তামিমকে কলম্বো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। এরপর এক বিবৃতিতে এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট ও প্রিমিয়ার লিগের মান ঠিক রাখতে ক্লাবটিকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও, একদিন পরই সিদ্ধান্ত বদলেছে কর্তৃপক্ষ।
এএফপির প্রতিবেদনে আজ বলা হয়েছে, ডাম্বুলার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দলটির জন্য নতুন মালিক খুঁজছে এলপিএল কর্তৃপক্ষ। এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই। আসর শুরুর আগে হস্তান্তর করা হবে ডাম্বুলা থান্ডার্সের মালিকানা। সেক্ষেত্রে, নাম একই থাকবে না বদলাবে সেটি এখনও নিশ্চিত নয়।
ডাম্বুলা থান্ডার্স নামটিও নতুন। গত বছর অন্য মালিকের অধীনে দলটির নাম ছিল ডাম্বুলা অরা। তামিমের প্রতিষ্ঠান কিনে নেওয়ার পর নাম বদলানো হয়। এদিকে, শ্রীলঙ্কান আইন অনুযায়ী ফিক্সিং প্রমাণিত হলে এক বিলিয়ন শ্রীলঙ্কান রুপি জরিমানার পাশাপাশি ১০ বছরের কারাদণ্ড হতে পারে তামিমের। ইতোমধ্যে ৩১ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে তামিমকে।