চোখের জলে বার্নাব্যু থেকে ক্রুসের বিদায়
রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চলতি মৌসুমের শেষ লিগ ম্যাচটি তাই গুরুত্বহীন। আপাত গুরুত্বহীন ম্যাচটিই হয়ে যায় মাদ্রিদের জন্য মহা গুরুত্বপূর্ণ, বেদনারও বটে। স্প্যানিশ ক্লাবটির অন্যতম সেরা ফুটবলার টনি ক্রুস শেষবারের মতো ঘরের মাঠে খেলতে নামছেন।
লা লিগায় আজ রোববার (২৬ মে) মাদ্রিদ সমর্থকদের কাছে ম্যাচের ফল ছিল অর্থহীন। রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র ছাপিয়ে সবার চোখ ক্রুসের দিকে। প্রথমে সতীর্থদের গার্ড অব অনার, তারপর ভক্তদের উদ্দেশে মাঠে দাঁড়িয়ে করতালি, ভালোবাসার জবাব এটুকুতে হয় না। ক্রুসও যেন বোঝেন তা। ঘর ছাড়া কষ্টটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ধরে রাখতে পারেননি চোখের জল।
এক দশক ধরে রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের মধ্যমণি হয়ে ছিলেন ক্রুস। মাদ্রিদ সবসময় সেরাদের সেরা। চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের সামনে আরেকটি ফাইনাল। এর আগে গত ২১ মে বিদায়ের ঘোষণা দেন ক্রুস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর মাদ্রিদের জার্সি তুলে রাখবেন, সেটিই হবে তার শেষ ম্যাচ। কেবল রিয়াল মাদ্রিদ নয়, জাতীয় দল জার্মানি থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন ক্রুস। ইউরো চ্যাম্পিয়নশিপের পর সবধরনের ফুটবলকে বিদায় জানাবেন এই মিডফিল্ডার।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তায় ক্রুস বলেন– ‘১৭ জুলাই ২০১৪, মাদ্রিদে আমার প্রথম দিন। দিনটি আমার জীবন বদলে দিয়েছে। একজন ফুটবলার হিসেব, বিশেষত একজন মানুষ হিসেবে ভিন্ন আমার পথচলা শুরু হয়। বিশ্বের সবচেয় বড় ক্লাবে ১০ বছর কাটানোর পর থামতে হচ্ছে। চলতি মৌসুম শেষে আমি থামছি। কখনোই মাদ্রিদের এই লম্বা সময়টাকে ভুলব না। মাদ্রিদের সব ভক্তদের হৃদয় থেকে ভালোবাসা। মাদ্রিদই আমার শেষ ক্লাব। শেষের আগে একটাই লক্ষ্য, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ।’