রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি
গত আগস্টে উয়েফা সুপার কাপ জিতে মুনোজকে ধরে ফেলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মাদ্রিদের ক্লাবটিতে দুই মেয়াদে (২০১৩-২০১৫ এবং ২০২১-বর্তমান) তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং এবার আন্তমহাদেশীয় কাপ জিতলেন আনচেলত্তি। ক্লাব ইতিহাসে সর্বাধিক ১৫টি ট্রফি জয়ের মাধ্যমে সবচেয়ে সফল কোচ হয়ে হয়ে উঠেছেন তিনি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে পাচুকাকে ৩-০ গোলে হারায় রিয়াল। গোল করেন দলের তিন বড় তারকা এমবাপ্পে, রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র। সহজ এই জয়ের পর আনচেলত্তি প্রয়াত মিগুয়েল মুনোজকে ছাড়িয়ে গেলেন, যার সমান সংখ্যক ট্রফি তিনি আগস্টে আতালান্তার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ জিতে অর্জন করেছিলেন।
সেখানে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে ফিফা আন্তমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল। এর মধ্য দিয়ে ক্লাবটির ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হয়ে গেলেন আনচেলত্তি। রিয়াল কোচ হিসেবে আন্তমহাদেশীয় কাপ তাঁর জেতা ১৫তম শিরোপা। সমান ১৪ ট্রফি জিতে আনচেলত্তি এত দিন সঙ্গ পেয়েছিলেন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের। লুসাইল থেকে ট্রফিটি আসার পর রিয়ালে আনচেলত্তির পাশে দাঁড়ানোর মতো আর কেউ রইলেন না।
এই বিষয়ে আনচেলত্তি বলেন, ‘অনেক শিরোপা! খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। এটা সাফল্য। আমরা সবাই খুব খুশি। এটা গুরুত্বপূর্ণ ছিল। ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম...এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদে সব সময়ই যেটা হয় আরকি, এখন ২০২৫ নিয়ে ভাবতে হবে।’
আনচেলত্তি আরও যোগ করেন, ‘পেছনে তাকিয়ে যখন দেখি, আমি এত বছরে অনেক অনেক শিরোপা জিতেছি, খুব খুশি লাগে। তবে সব সময়ই যেটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যেখানে সব সময় মনোযোগ ধরে রাখতে হয়। সব সময় এগিয়ে যেতে হয়। অর্থাৎ আরও সাফল্য।’
তিন বছর আগে ক্লাবের কিংবদন্তি জিনেদিন জিদানের বিদায়ের পর দ্বিতীয়বার মাদ্রিদে ফিরে আসার সময় তিনি জানতেন যে তার একমাত্র লক্ষ্য হল রিয়ালের ট্রফি সংগ্রহ বাড়ানো এবং তিনি সেই লক্ষ্য পূরণ করেছেন। তিনি ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি এবং ফ্রান্সের প্রতিটি শীর্ষ পাঁচটি লিগে ট্রফি জয়ী প্রথম কোচ হয়েছেন এবং তিন মৌসুমে রিয়াল মাদ্রিদকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ডাবল জিতিয়েছেন।