আইসিসির স্বীকৃতি পেল সাকিবের টুর্নামেন্ট
ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কম দাপিয়ে বেড়াননি সাকিব আল হাসান। দেশের বিপিএল থেকে শুরু করে ভারতের আইপিএল, পিএসএল, এলপিএল, সিপিএল—সবখানে সাফল্যের সঙ্গে খেলেছেন সাকিব। সবগুলো টুর্নামেন্ট আইসিসি স্বীকৃত, আছে লিস্ট ‘এ’-র মর্যাদা। সাকিব এবার অংশ নেবেন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
টি-টোয়েন্টির বিশ্বকাপের পর আগামী ৫ জুলাই থেকে শুরু হবে এমএলসির দ্বিতীয় আসর। টুর্নামেন্ট শুরুর আগে সুখবর পেল এমএলসি কর্তৃপক্ষ। তাদের টুর্নামেন্টকে লিস্ট এ-র স্বীকৃতি দিয়েছে আইসিসি। নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
এমএলসিতে সাকিব খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে। কলকাতা নাইট রাইডার্সের অংশ দলটি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলেছিলেন সাকিব। এর প্রেক্ষিতে এবার লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ মাতাবেন সাকিব। তার আগে টুর্নামেন্টের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ সুখবর বটে।
এমন স্বীকৃতির পর আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানায় এমএলসি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এমএলসি বলেন, ‘আইসিসির প্রতি আমাদের অনেক আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। এই স্বীকৃতি যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য নতুন অর্জন। আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে বেশ কাজে দেবে আইসিসির সিদ্ধান্ত। মার্কিন ক্রিকেটের কাঠামো গড়ে তুলতে এবং সুযোগ উন্মুক্ত করে দিতে এমএলসির ভূমিকা আছে।’
এমএলসিতে অংশ নিতে যাওয়া ছয়টি দলের চারটির মালিকপক্ষ আইপিএল ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো—কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।