কেন বাংলাদেশকে নিয়ে তীর্যক মন্তব্য করছেন কোচ?
অপমানের নিরব প্রতিশোধ বোধহয় এমনই হয়। স্টুয়ার্ট ল চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে। জাতীয় দল ও অনূর্ধ-১৯ দলকে কোচিং করিয়েছেন। গুঞ্জন ছিল তিনি নাকি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হতে চেয়েছিলেন। তবে, সেই ইচ্ছা পূরণ হয়নি। বরং তাকে অব্যাহতি দেওয়া হয় যুব দলের কোচের পদ থেকে।
অথচ, তার অধীনে যুব এশিয়া জিতেছিল বাংলাদেশ। তারও আগে ২০১২ সালে এশিয়া কাপে স্টুয়ার্ট ল’র অধীনে এশিয়া কাপের ফাইনাল খেলে লাল-সবুজের দল।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পদচারণা বহুদিনের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পার হয়েছে ২৪ বছর। ওয়ানডে খেলছে তারচেয়ে বেশি সময় ধরে। অথচ, বাংলাদেশ দলের ফর্ম দেখলে বোঝার উপায় নেই তারা নবীন না প্রবীণ! অবস্থা এতটাই নাজেহাল, আইসিসির সহযোগি সদস্য যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হারতে হলো টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজ জয়ের পর মার্কিন কোচ স্টুয়ার্ট ল বলেছিলে, ‘২৫ বছরেও এগোয়নি বাংলাদেশের ক্রিকেট।’
সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেন ল। যার অধিকাংশই ছিল এদেশের ক্রিকেটের পিছিয়ে পড়া প্রসঙ্গে।
লয়ের মন্তব্যগুলো ছিল বিস্ফোরক। তিনি বলেন, ‘এদেশের ক্রিকেট ২৫ বছর আগে যেখানে ছিল, এখন খুব একটা উন্নতি হয়নি। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি,এখন সময় এসেছে পেছন ফিরে তাকানোর এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার।’
তবে প্রশ্ন জাগছে, মার্কিন কোচ কেন হঠাৎ বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করছেন? ওপরে অনেক কিছু বলা আছে। প্রত্যাখাত ল এরপর নিযুক্ত হন যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে। প্রথম পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে পাশ করেছেন। সেখানে আবার প্রতিপক্ষ এই বাংলাদেশ। দেশটির নাড়িনক্ষত্র জানা ল আসর শুরুর আগেই বাংলাদেশের বড় ভয় ছিলেন। সেটিই সত্যি হলো। লয়ের কৌশল আর চেনা বাংলাদেশের পুরোনো ব্যর্থতায় যেন নিরব এক প্রতিশোধ নিলেন, এরপর খুলে কথার ঝাঁপি।