নতুন কোচের নাম জানাল বার্সেলোনা
বার্সেলোনাতে হার্নান্দেজের অধ্যায় এখন অতীত। সাবেক এই বার্সা তারকার বরখাস্ত হওয়ার পর নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিকের কথা। অবশেষে সেটাই সত্যি হলো। হ্যানসিকেই নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে কাতালান ক্লাবটি।
জার্মানির সাবেক এই কোচকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বার্সেলোনা। আজ বুধবার (২৯ মে) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
হ্যানসি সর্বশেষ জার্মানি জাতীয় দলকে কোচিং করিয়েছেন। গত সেপ্টেম্বরে তাঁকে বরখাস্ত করা হয়। এরপর কোথাও কোচ হিসেবে যোগ দেননি। অবশেষে জাভির জায়গায় চাকরি হলো তার।
চলতি বছর জানুয়ারিতে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন, এই মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। এপ্রিলে নিজের সিদ্ধান্ত বদলান জাভি। জানান, আগামী মৌসুমেও বার্সা কোচের দায়িত্বে থাকবেন এই তারকা। তার সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি ২০২৫ পর্যন্ত। চুক্তি শেষ করেই ক্লাব ছাড়বেন জাভি। কিন্তু, এক মাস না যেতেই জাভিকে বরখাস্ত করেছে বার্সেলোনা।
গোল ডটকমে গত শুক্রবার (২৪ মে) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বার্সা সমর্থকরা গত কয়েক ম্যাচ ধরেই জাভিকে দুয়োধ্বনি দিচ্ছিল। পাশাপাশি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তের বিপক্ষেও বারবার স্লোগান তুলছিল সমর্থকরা। ফলে, ক্লাব রাখতে চাইলেও সার্বিক বিবেচনায় জাভিকে বরখাস্ত করা হয়েছে।