নিজেদের ঝালিয়ে নিতে শনিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ—হাল আমলে ওয়ানডে বিশ্বকাপের চেয়ে বেশি জনপ্রিয়। আগের আট আসরের সবগুলোতেই অংশ নিয়েছে বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ প্রত্যাশা পূরণে। দরজার কাছে আরও একটি বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বসবে নবম আসর। এর আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
স্বাগতিক মার্কিনিদের বিপক্ষে বৈরী আবহাওয়ায় ভেস্তে যায় প্রথম ম্যাচ। কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি। পেতে হয়েছে সিরিজ হারের লজ্জা। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ শনিবার (১ জুন)। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রস্তুত ম্যাচ হলেও ভারতের মুখোমুখি হওয়া তৈরি করে অন্যরকম আবহ। ধারে-ভারে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ ছেড়ে কথা বলে না। বিশ্ব আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আপাতপক্ষে, আত্মবিশ্বাস নিয়ে মূলপর্ব শুরু করতে চাইলেও প্রয়োজন একটি জয়।
ভারতীয় ক্রিকেট দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে আপাতত পাচ্ছে না দলটি। ছুটিতে থাকা পান্ডিয়া যোগ দেবেন মূলপর্বে। বিরাট কোহলিকে নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটি এখনও কাটেনি। তিনি অবশ্য মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দিয়েছেন। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে খেলতেও পারেন বাংলাদেশের বিপক্ষে।
তবে, জয়-পরাজয় ছাপিয়ে প্রস্তুতি ম্যাচের মূল উপজীব্য নিজেদের তৈরি করা। ভুলগুলো শুধরে নেওয়া। প্রতিটি খেলোয়াড় নিজের জায়গায় আত্ম সংশোধন করলে, খেলায় উন্নতি আনলে মূলপর্বে বেশ ভালোভাবে কাজে দেবে। কালকের ম্যাচ ঘিরে বাংলাদেশ দলের মূল লক্ষ্য তাই এটিই হওয়া উচিত।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।