বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখবেন যেভাবে
দেখতে দেখতে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুত সব দল। এবারই প্রথম অংশ নিচ্ছে ২০টি দল। আগামী ২ জুন থেকে শুরু হবে আসরের মূলপর্ব। এর আগে আগামীকাল শনিবার (১ জুন) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এই ম্যাচটিসহ বিশ্বকাপের ম্যাচগুলো কোথায় দেখা যাবে, তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের কৌতূহল। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের মহাযজ্ঞ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের কোন প্রান্তে কোন চ্যানেল ও অ্যাপে দেখা যাবে খেলা, সেই তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ। কারণ এত বড় পরিসরে কখনো কোনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি। এর আগে একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এত ম্যাচ। যেহেতু এবার সর্বমোট ২০ দল অংশ নিচ্ছে তাই স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা।
বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে খেলা দেখা যাবে উইলো টিভিতে। এছাড়া, ক্রিকবাজের ওয়েবসাইটের পাশাপাশি উইলো অ্যাপের ম্যাধমেও খেলা দেখার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা। যুক্তরাজ্য ও নর্দান আয়ারল্যান্ডে দেখা যাবে স্কাই স্পোর্টস টিভির পাশাপাশি অ্যাপে।
অবাক করার মতো বিষয় হলো বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া। অথচ তাদের দেশে কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না খেলা। ভক্তদের খেলা দেখতে হবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট ও অ্যাপে। বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখাবে ইএসপিএন ক্যারাবিয়ানের তিনটি চ্যানেল, অ্যাপ ও ওয়েবসাইট।
উপমহাদেশে বিশ্বকাপ খেলার ফিড সরবরাহ করবে ডিজনি। ভারতের স্টার স্পোর্টসের ও হটস্টারে খেলা দেখানো হবে। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো-তামাশা অ্যাপেও দেখা যাবে খেলা। শ্রীলঙ্কায় দেখা যাবে টিভি ওয়ান, সিরাসা ও শক্তি টিভিতে। আর বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। এছাড়া, অনলাইনে টফি অ্যাপে দেখা যাবে খেলা।