চাইনিজ তাইপের সঙ্গে পারলেন না বাংলার মেয়েরা
সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময়টাতে বেশ এগিয়েছিল বাংলাদেশের নারী ফুটবল। চ্যাম্পিয়ন হিসেবে এরপর যতটা এগানো দরকার ছিল, পরিচর্যার অভাবে সেটি হয়নি। বাংলার নারীরা স্বল্প সামর্থ্যেও এরপর নিজেদের যথেষ্ট মেলে ধরেছে। তবে, চাইনিজ তাইপের বিপক্ষে আজ শুক্রবার (৩১ মে) পারলেন না বাংলার মেয়েরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় এক তরফা ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে সফররত চাইনিজ তাইপে। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ ওপরে থাকা দলটির সঙ্গে শুরু থেকেই ধুঁকতে দেখা যায় বাংলাদেশকে। রক্ষণভাগে দুর্বলতা ভালোভাবেই চোখে পড়ে। রক্ষণের ভুলে ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। গোল করেন ইউ সুন।
গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর বদলে যেন আরও দুর্বল হয়ে যায় স্বাগতিকরা। ১৮ মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল জড়ান চাইনিজ তাইপের সিন ইউন। ২৬ মিনিটে তৃতীয় গোল পায় দলটি। এবার স্কোরশিটে নাম লেখান সু ই ইউন। আধঘণ্টার আগেই তিন গোল খেয়ে অলিখিত পরাজয় মেনে নেয় বাংলার মেয়েরা।
প্রধমার্ধের বাকি সময় আর কোনো গোল হয়নি। ৫৬ মিনিটে ইউ সুন নিজের দ্বিতীয় গোল করেন। ৪-০ গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। সেখান থেকে ঘুরে দাঁড়াবার সুযোগ ছিল না বাংলাদেশের। প্রতিপক্ষের রক্ষণভাগে ভয় ধরানোর মতো কোনো আক্রমণই করতে পারেনি তারা। ফলস্বরূপ, এক প্রকার বিনা বাধায় বাংলাদেশকে হেসেখেলে হারায় চাইনিজ তাইপে। ফিফা স্বীকৃত দুটি আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয় ও শেষটি আগামী ৩ জুন, অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনাতেই।