চমৎকার ডেলিভারিতে রোহিতকে ফেরালেন মাহমুদউল্লাহ
ভোরে মাঠে গড়ানোর অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরআগে সবার চোখ বাংলাদেশ-ভারত ওয়ার্ম আপ ম্যাচে। বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি দুদলের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। যে ম্যাচে টস জিতে ব্যাটিং করছে রোহিত শর্মার দল।
আজ শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার সঞ্জু স্যামসন ও রোহিত শর্মা। প্রথমবারের মতো কোনো ম্যাচের আয়োজন হচ্ছে এই মাঠে। স্বাভাবিকভাবেই উইকেট সম্পর্কে খুব একটা ধারণা না নিয়েই মাঠে নামতে হয়েছে দুদলকে।
সেই সুযোগ কাজে লাগিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ম্যাচের দ্বিতীয় ওভারে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন স্যাসমন। ৬ বল খেললেও এক রানের বেশি করতে পারেননি তিনি। এরপর রিশাভ পন্থকে নিয়ে দারুন ব্যাটিং করেন অধিনায়ক রোহিত শর্মা। এই দুইজনের কল্যাণে ৬ ওভারে স্কোরবোর্ডে ৫৫ রান তুলে ফেলে ভারত। অবশেষে দলীয় ৫৯ রানের মাথায় মাহমুদউল্লাহ এর বলে লং অনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে রিশাদের হাতে ধরা পড়েন রোহিত।১৯ বলে ২৩ রান আসে তার ব্যাট থেকে।
বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছে। ফলে ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই নাজমুল হোসেন শান্তর দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ সেরে নিতে হবে।