চোট কাটিয়ে রঙিন প্রত্যাবর্তন তাসকিনের
চোটের কারণে বিশ্বকাপ দলে পেসার তাসকিন আহমেদের থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। এরপরও সহ-অধিনায়ক করে তাকে দলের সঙ্গে রাখেন নির্বাচকরা। চোট কাটিয়ে ২১ দিন পর ফিরেই নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন এই ডানহাতি পেসার। গতির মিশেলে শ্রীলঙ্কাকে রীতিমত নাকানিচুবানি খাইয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে কোনো ওয়ার্ম আপ ম্যাচে খেলেননি তাসকিন। ফিরে তিনি কতটুকু ডেলিভার করতে পারবেন, সে সংশয় তো ছিল। কিন্তু সব সংশয়কে কালবৈশাখি হয়ে উড়িয়ে দিয়েছেন তাসকিন। কোন প্রকার অস্বস্তি চোখে পড়েনি তার বোলিংয়ে। একেবারে শুরু থেকেই তিনি প্রায় ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে গেছেন।
প্রথম ম্যাচেই চার ওভার বল করে ২৫ রান খরচায় তুলে নেন দুই উইকেট। তাসকিনের এমন প্রত্যাবর্তনে বেশ খুশি ভক্তরাও। শরিফুলের অনুপস্থিতিতে পেস বিভাগে গুরুদায়িত্বে এই পেসার। তার সঙ্গী হিসেবে আছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসকিন বলেন, ‘সত্যিই অসাধারণ লাগছে। এই ম্যাচটা আমাদের জিততেই হতো। আমি খুবই খুশি। প্রায় ২১ দিন পর মাঠে ফিরেই ভালো বোলিং করেছি। সবচেয়ে বড় বিষয় আমরা ম্যাচটা জিতেছি। প্রথম দুই বলে মার খাওয়ার পর আমি নিজেকে সামলে নেই। নিজের ওপরে বিশ্বাস রেখেছি। আমি জানি আমার শক্তিমত্তার জায়গা কোনটা। উইকেটটা ভালো ছিল। আর যেটা আমাকে মোমেনন্টাম এনে দেয়।’