লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত, বললেন ভারতীয় ধারাভাষ্যকার
এবারের বিশ্বকাপে বড্ড অচেনা সাকিব আল হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিজের সেরাটা দিতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। বিশেষ করে ব্যাট হাতে সাকিবের অফফর্ম বেশ ভোগাচ্ছে দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নাটকীয় হারের ম্যাচে সাকিবের আউট ছিল বেশ দৃষ্টিকটু। তারকা এই ক্রিকেটারের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার বীরেন্দ্র শেবাগ।
গতকাল সোমবার (১০ জুন) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘আপনি (সাকিব) একজন এতো সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এতো বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’
নিজের উদাহরণ টেনে শেবাগ বলেন, ‘আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে.....যখন আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম, ডেল স্টেইন, মরনে মরকেল, আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে মারতে পারছি না, তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম, আমাকে যেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিবেচনা না করা হয়। আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই।'
অবশ্য, সাকিবের শেষটা এখনই দেখছেন শেবাগ। তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয়পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে। আর আউট নিয়ে বলতে চাই, তার বোঝা উচিত সে কোন শট খেলছে। সে অন্য হার্ড হিটারদের মতো খেলতে চাইলে তো হবে না।’