অবসরের পর কোহলি-রোহিতকে ফোনে যে বার্তা দিলেন মোদি
গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি খুইয়েছিল ভারত। বিধ্বস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার ঠিকই বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। ক্রিকেটাদের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
এক বিবৃতিতে ক্রিকেটারদের এমন সাফল্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে পুরো দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী আপনাদের দুরন্ত প্রদর্শনে গর্ব অনুভব করছে। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতেছেন। তবে ভারতের প্রতি গ্রাম-গলি-মহল্লায় আপনারা কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন।’
কোহলি প্রসঙ্গে মোদি বলেন, ‘তোমার সাথে কথা বলে ভালো লাগছে। তুমি ফাইনালে যেভাবে ব্যাটিং করেছো, তা সত্যিই অসাধারণ। তুমি সবগুলো ফরম্যাটেই এমন ধারাবাহিকতা দেখিয়েছো। টি-টোয়েন্টি ক্রিকেট তোমাকে মিস করবে। আমি আশা করি তুমি এভাবে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে।’
এরপর রোহিত প্রসঙ্গে আরেক পোস্টে মোদি লিখেন, ‘তোমার আক্রমণাত্মক ব্যাটিং ও অধিনায়কত্ব ভারতীয় দলে নতুন মাত্রা যোগ করেছে। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ার সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আজকের তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগল।’
এর আগে, বিশ্বকাপ শিরোপা জয় করে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে অবসর ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।