টিকে থাকার ম্যাচে আগে বোলিংয়ে পাকিস্তান
হারলেই বিদায় নিশ্চিত। জিতলে টিকে থাকবে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা। এমন সমীকরণের ম্যাচে আজ মঙ্গলবার কানাডার মুখোমুখি হয়েছে পাকিস্তান।
নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে কানাডার বিপক্ষে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস ভাগ্য জিতে বেছে নিয়েছেন বোলিং।
বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছেন বাবর আজমরা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটে ওঠাই এখন যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।
এমন চাপের মুখে থাকা পাকিস্তান আজ মঙ্গলবার মোকাবিলা করছে কানাডাকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হয়েছে বাবর আজমের দল। টানা দুই হারে আত্মবিশ্বাস হারানো পাকিস্তান কি পারবে কানাডার পরীক্ষায় পাশ করতে?
পাকিস্তানের পিঠ যখন দেয়ালে ঠেকেছে তখন আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বারের তুঙ্গে কানাডা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষেও জয় পেতে মরিয়া দলটি।