ভারত-ইংল্যান্ড মহারণের আগেই দুঃসংবাদ
এক ফাইনালিস্ট পেয়ে গেছে বিশ্বকাপ। আরেক দলও নিশ্চিত হবে আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়াইটা ইংল্যান্ড ও ভারতের মধ্যকার। তবে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ভক্তদের শুনতে হচ্ছে দুঃসংবাদ। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা। যার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস।
গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টায় হওয়ার কথা টস। কিন্তু,মাঠ ভেজা। গ্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুতের কাজ করছেন। কখন নাগাদ টস হবে সেই তথ্য মেলেনি। ম্যাচ শুরুর কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সেটিও নির্ধারিত সময়ে হয় কিনা সন্দেহ।
আগেই জানা ছিল, ভারত ও ইংল্যান্ড ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি। সত্যিই তাই। গায়ানায় বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বৃষ্টি। মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। এই অবস্থায় ম্যাচটি পুরো হওয়া নিয়েও জেগেছে শঙ্কা।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে আজকেই ফল বের করতে হবে। সেক্ষেত্রে ম্যাচটিতে বৃষ্টি হলে ফাইনালে যাবে কে?
রিজার্ভ ডে না থাকলেও এই ম্যাচে নির্ধারিত সময়ের বাইরে মোট ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার এইট পর্বে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে ছিল তারাই যাবে ফাইনালে। যেহেতু টেবিলের পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে আছে ভারত। তাই ভারতই যাবে ফাইনালে।