সমালোচনার জবাব দিয়ে কোহলির হাফসেঞ্চুরি
৭ ম্যাচে ৭৫ রান, গড় স্রেফ ১০.৭১, স্ট্রাইকরেট মোটে ১০০। ফাইনালের আগে চলতি বিশ্বকাপে এটাই ছিল বিরাট কোহলির পারফরম্যান্সের খতিয়ান।
পুরো টুর্নামেন্টে কোহলির ব্যাট যখন এমন অচেনা তখনও দলের আস্থা ছিল। ফাইনালের আগে রোহিত শর্মা বলেছিলেন—হয়ত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছেন কোহলি। অধিনায়ককে ভুল প্রমাণ করেননি কোহলি। ফাইনালে এসে পেয়ে গেছেন এবারের আসরে নিজের প্রথম হাফসেঞ্চুরি। যদিও মন্থর ইনিংস খেলেছেন তবুও পেয়ে গেছেন রানের দেখা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ৪৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন কোহলি। যাতে ছিল চারটি বাউন্ডারির মার।
বার্বাডোজে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতেছে ভারত। টস ভাগ্য জিতে আগে ব্যাটিং করছে রোহিত শর্মার দল।
এবারের ফাইনালে যেই চ্যাম্পিয়ন হোক মিটবে চোকার্স তকমা। বারবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে এই চোকার্স নামটা নিজেদের সাথে জুড়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে সেই নাম মুছার অপেক্ষায় তারা।
ভারতের অবস্থায়ও অনেকটা তেমন। চুড়ান্ত ফর্মে উড়লেও টানা ১১ বছর আইসিসির শিরোপার স্বাধ পায়নি তারা। এমনকি আইসিসির টুর্নামেন্টের ছয় ফাইনালে উঠে মন ভেঙেছে তাদের। তাই চোকার্স তকমাটা আজকাল তাদের সাথেও মানানসই। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারাও চায় এই অভিশাপ ঘোচাতে।