বিশ্বকাপ হতাশা ভুলে এলপিএলে তিন ক্রিকেটার
হতাশজনক এক বিশ্বকাপ শেষে দুদিন আগেই দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য দেশে ফিরলেও বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ নেই ক্রিকেটারদের। আপাতত জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নামছেন ক্রিকেটাররা। সেই লক্ষ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিতে দেশ ছাড়লেন তিন ক্রিকেটার।
আজ রোববার (৩০ জুন) সকালে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছাড়লেন তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তারা।
এবারের বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ ভালো না করতে পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এই তিন ক্রিকেটার। বিশেষ করে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন হৃদয়। তবে, আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা রাঙাতে পারেননি।
অন্যদিকে, দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই, স্বাভাবিকভাবেই তাদের নিয়ে দলগুলোর আগ্রহ বেড়েছে। নিলামের আগেই মুস্তাফিজকে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স।
গতবার জাফনা কিংসের হয়ে আলো ছড়ালেও এবার তাওহিদ খেলবেন মুস্তাফিজের ডাম্বুলার জার্সিতে। আর তাসকিন প্রথমবারের মতো খেলবেন এই লিগ। তার দল কলম্বো স্টাইকার্স।
আগামকীল হতে শুরু হচ্ছে এলপিএলের এবারের আসর। প্রথমদিনই মাঠে নামছে মুস্তাফিজ ও হৃদয়ের দল। তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফ্যালকন্স। ভ্রমণ ক্লান্তির কথা মাথায় রেখে তাদের এই ম্যাচে খেলায় কিনা দলটি, সেটিই দেখার বিষয়।