অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন তাসকিন-হৃদয়?
বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চাচ্ছেন নাজমুল হোসেন শান্ত! গত কদিন ধরেই ক্রিকেট পাড়ার আলোচনার বিষয় বস্তু এটি। সেই সঙ্গে পরবর্তী অধিনায়ক কে হবেন সেটা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টির ভবিষ্যৎ নেতা হিসেবে উঠে আসছে তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়ের নাম। কিন্তু তারা কী ভাবছেন? দেশের নেতৃত্ব দিতে তারা কী প্রস্তুত?
আফগানিস্তান সিরিজের আগে সেই প্রশ্নের উত্তরই জানতে চাওয়া হয় দুই তারকার কাছে। দুজনেই অবশ্য সরাসরি কিছু বললেন না। বল ঠেলে দিলেন ক্রিকেট বোর্ডের কোর্টে।
আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য দেশ ছাড়ার আগে নেতৃত্ব নিয়ে জানতে চাওয়া হয় তাসকিনের কাছে। পাল্টা প্রশ্ন করে তিনি জবাব দেন, 'বোর্ড যদি দেয় তাহলে কেন নয়? ডানহাতি এই পেসার বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’
তার আগে আজ শনিবার (২ নভেম্বর) দুবাইয়ের পথে রওনা দেওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হৃদয়। সেখানে তার কাছেও জানতে চাওয়া হয় একই প্রশ্ন।
এ ব্যাপারে তরুণ এই ব্যাটার বলেন, 'এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’
ডানহাতি এই ব্যাটার আরও বলেন, ‘আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’
সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
এর জন্য দুই ভাগ হয়ে আজ শনিবার ও পরদিন রোববার ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৬ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।