সুর্যকুমারের ক্যাচ নিয়ে যা বললেন দ. আফ্রিকার কিংবদন্তি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও রয়ে গেছে একটি ক্যাচের রেশ। গত ২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন ভারতীয় ফিল্ডার সূর্যকুমার যাদব। যে ক্যাচ বদলে দিয়েছে ম্যাচের গতিপথ। প্রায় হারতে বসা ভারত ফিরে পায় নিজেদের, ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় শিরোপা।
বাউন্ডারি লাইনে সূর্যের ক্যাচটি নিয়ে শুরু হয় বিতর্ক। কারও মতে সেটি ছক্কা ছিল। প্রথমবার বল ধরার সময় তার পা সীমানা দড়িতে স্পর্শ করে। আবার সেই সময় সীমানা দড়িও জায়গা থেকে সরে একটু পিছিয়ে যায়। ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
এ প্রসঙ্গে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার শন পোলক। পাকিস্তানের গণমাধ্যম টাইমস অব করাচিকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ক্যাচটি দারুণ ছিল। সূর্যের এখানে কিছু করার নেই।
পোলক বলেন, ‘ক্যাচটি দুর্দান্ত ছিল। হ্যাঁ, কুশন সরে গিয়েছিল (সীমানা দড়ি)। এগুলো খেলারই অংশ। কারও কিছু করার নেই। সূর্য চমৎকার ক্যাচ নিয়েছে। সে কুশনের ওপর দাঁড়ায়নি।’
ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই আইন তুলে ধরেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।