কোপা থেকে বাদ পড়বে ব্রাজিল? যা বলছে সমীকরণ
কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছিল হতাশাজনক। তুলনামূলক দুর্বল কোস্টারিকার বিপক্ষে ড্র করে আসর শুরু করে দলটি। গতবারের রানার্সআপরা পরের ম্যাচেই ফিরে পায় নিজেদের। প্যারাগুয়েকে হারায় ৪-১ গোলের বড় ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
‘ডি’-গ্রপে নিজেদের শেষ ম্যাচে সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আগামীকাল বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
শেষ ম্যাচে নামার আগের ব্রাজিলের সামনে সমীকরণ। কোপার কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটিই নিশ্চত হয়েছে। ব্রাজিলের গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে কলম্বিয়া। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে তারা। চার পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান দুইয়ে। ৯ বারের কোপাজয়ীদের সামনে অবশ্য অত কঠিন সমীকরণ নেই। কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই উঠে যাবে পরের পর্বে।
ড্র করলে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠবে ব্রাজিল। তখন তাদের পয়েন্ট হবে পাঁচ, কলম্বিয়ার সাত। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবে সেলেসাওরা। কলম্বিয়ার কাছে যদি ব্রাজিল হারেও তবু শেষ হবে না সম্ভাবনা। একই সময়ে শুরু হওয়া একই গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে কোস্টারিকা পয়েন্ট হারালেই ব্রাজিল নিশ্চিত। কোস্টারিকা যদি প্যারাগুয়েকে তিন গোলের বেশি ব্যবধানে হারায়, আর ব্রাজিল কোনো গোল না পায়, তাহলে ব্রাজিল বাদ পড়বে। তবে, কলম্বিয়াকে ব্রাজিল এক গোল দিলেই কোস্টারিকার পথ কঠিন হবে। তাই বলা চলে, ব্রাজিল অনেকটাই নির্ভার।