মুনোজের গোলে সমতায় ফিরল কলম্বিয়া
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে ব্রাজিলকে হয় জিততে হবে নতুবা ড্র করতে হবে। হারলেই চাপে পড়ে যাবে সেলেসাওরা। তখন তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে। এমন পরিসংখ্যাককে মাথায় নিয়ে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। শুরুটা দারুণ করেছিল দরিভাল জুনিয়রের শিষ্যরা। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে এসে গোল হজম করে সেলেসাওরা।
আজ বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে বল দখলে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল কলম্বিয়া। যদিও গোলের দেখা পায়নি। ষষ্ঠ মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড পায় ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। যার ফলে কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না সেলেসাওরা। সপ্তম মিনিটে গোলের দেখা পেয়েই গিয়েছিল কলম্বিয়া। তবে, রদ্রিগেজের দূরপাল্লার ফ্রি-কিক গোলবারে লাগায় হতাশ হতে হয় দলটিকে।
দশম মিনিটে গুইমারেজের গড়ানো বল বার অভিমুখে গেলেও তা সহজেই প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক। এরপর একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ১২তম মিনিটে কাঙ্খিত সেই গোলের দেখা পায় সেলেসাওরা। অবিশ্বাস্য এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন বার্সা তারকা।
এরপর ম্যাচের ১৯তম মিনিটে সানচেজের কল্যাণে বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে তা বাতিল হয়। ২৯তম মিনিটে সানচেজের বুলেট গতির শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন আলিসন বেকার। ৩৪তম মিনিটে সেট পিস থেকে গোল অভিমুখে সরাসরি শট মারলেও আলিসনের দক্ষতায় ফের একবার বেঁচে যায় ব্রাজিল। বেশকটি সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুন এক গোল করে দলকে সমতায় ফেরায় ড্যানিয়েল মুনোজ।