ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ
ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো শেষ। ১৬ দলের লড়াই শেষে আটটি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার শুরু হবে শেষ আটের জমজমাট লড়াই। জেনে নেওয়া যাক শেষ আটে কে লড়বে কার বিপক্ষে!
কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো হলো—সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দলগুলো।
আগামী শুক্রবার থেকে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচেই বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে জার্মানি ও স্পেন।
একই দিনে শেষ আটের আরেক ম্যাচে লড়বে পর্তুগাল ও ফ্রান্স। হামবুর্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
পরের দিন শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ড খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ডুসেলডর্ফ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
শনিবারই শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।