রোহিত-কোহলিদের সংবর্ধনায় জনসমুদ্রে পরিণত মুম্বাই
আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে রেখেছিল, কোথায় দেওয়া হবে ক্রিকেটারদের সংবর্ধনা। সময় ও স্থান জানা ছিল ভক্তদের। দেরি না করে তাই আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইয়ের মেরিন ড্রাইভে আসতে শুরু করেন তারা। যেখানে বিকাল পাঁচটায় ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা।
বৃষ্টি উপেক্ষা করে যেন জনসমুদ্রে পরিণত হয় মেরিন ড্রাইভ। তিল ধারণের জায়গা বাকি রাখেননি তারা। এরপর বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হন রোহিত-কোহলিরা। সেখানেও কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। ১৩ বছর পর কোনো বিশ্বকাপ জিতেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। একই জায়গায় ক্রিকেটাররা ছাদ খোলা বাসে ভক্তদের সঙ্গে বিশ্ব জয়ের আনন্দ ভাগাভাগি করেন।
বিশ্বকাপ জয়ের পর বিশেষ বিমানে আজ ভারতে ফিরেছে দলটি। রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী ভবনে বিশ্বজয়ীরা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পুরো ভারতীয় দলই ছিল মোদির সঙ্গে দেখা করার সময়। দেখা হওয়ার বিষয়টি নিজের অফিসিয়াল এক্সে শেয়ার করেন মোদি। তিনি লিখেন, ‘চ্যাম্পিয়নদের সঙ্গে চমৎকার একটি সাক্ষাৎ। পুরো বিশ্বকাপে তাদের যে অভিজ্ঞতা ছিল, সেই গল্পগুলো শুনেছি।’
বিরাট কোহলিও নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তার অভিজ্ঞতা। কোহলি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে দেখা হওয়াটা দারুণ সম্মানের। আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনে নিমন্ত্রণ জানানোর জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ।’