শুরুর আগেই কোপার ফাইনাল নিয়ে খারাপ খবর
ঘড়ির কাটায় বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়ানোর কথা ছিল কোপা আমেরিকার ফাইনাল। তবে, ভক্তদের জন্য খারাপ খবর হলো নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ।
মূলত ম্যাচটি শুরুর আগেই উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তরা। টিকিট ছাড়া মাঠে প্রবেশের জন্য তাদের হুলস্থুল কাণ্ড। পরিস্থিতি সামলানোর জন্য ৪৫ মিনিট পিছিয়ে গেল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন।
ফাইনাল ম্যাচটিতে নিশ্চিত ফেভারিট আর্জেন্টিনা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। শক্তি-সামর্থ্য কিংবা বর্তমান পারফরম্যান্স—সার্বিক দিকেই এগিয়ে আর্জেন্টিনা। যদিও কলম্বিয়াকে ফেলে দেওয়ার জো নেই। তারা ফাইনালে এসেছে দুর্দান্ত ফুটবল খেলে। আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ফাইনাল। আর এই মঞ্চে আসতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। সর্বশেষ ২০০১ সালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বড় শক্তি তার দলটাই। পুরো দলে কোনো খুঁত নেই। গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে প্রতিপক্ষের গোলমুখে লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজ। মাঝখানে অ্যাঞ্জেল ডি মারিয়া-রদ্রিগো ডি পল-হুলিয়ান আলভারেজরা তো আছেনই।
অন্যদিকে, কলম্বিয়াও দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে নতুনভাবে। কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে পুনরুত্থান ঘটেছে লাতিন এই দলটির। যে লরেঞ্জো আবার নিজেও আর্জেন্টাইন। নিজ দেশের বিপক্ষে ফাইনালে লরেঞ্জোর বড় শক্তি দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ। চলমান কোপায় সবচেয়ে বেশি ছয়টি অ্যাসিস্ট তার। ফাইনালে তার দিকেই চেয়ে থাকবে দল।