পেলেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন রেকর্ড
লামিনে ইয়ামাল—গোটা ইউরোজুড়ে এই একটি নাম সবার মুখে মুখে। ১২ বছর পর স্পেনের ইউরো শিরোপা পুনরুদ্ধারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ এই তারকা। বয়স মাত্র ১৭, এখনই তাকে নিয়ে তোলপাড়। তার পায়ে বল মানে প্রতিপক্ষের ভয় বেড়ে যাওয়া।
সদ্য শেষ হওয়া ইউরোতে সেরা তরুণ ফুটবলারের পুরস্কারটা উঠেছে তার হাতেই। ফাইনালের একদিন আগে (১৩ জুলাই) পূর্ণ করেন ১৭ বছর। ১৭তম জন্মদিনের উপহারটা কী চমৎকারভাবেই না পেলেন সতীর্থদের কাছ থেকে। তাতে তার অবদানও কম নয়। আর ফাইনালে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ইয়ামাল। ভাঙলেন পেলেন ৬৬ বছর পুরোনো রেকর্ড।
গোল ডটকমে প্রকাশিত আজ সোমবারের (১৫ জুলাই) প্রতিবেদন বলছে, বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে যে কোনো বৈশ্বিক আসরে সবচেয়ে কম বয়সে ফাইনাল খেলেছেন তিনি। ইউরোর ফাইনালে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে যখন মাঠে নামেন, ইয়ামালের বয়স ১৭ বছর এক দিন। এর আগে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলেছিলেন পেলে। ১৯৫৮ সালে বিশ্ব আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নামার সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন।
এবারের ইউরোতে একটি গোল করেছেন ইয়ামাল। তবে, অ্যাসিস্ট করেছেন চারটি। কোয়ার্টার, সেমি ও ফাইনাল—তিনটি বড় ম্যাচেই গোলে তার প্রত্যক্ষ সহায়তা ছিল। স্প্যানিশ এই রাইট উইঙ্গার কাটিয়েছেন স্বপ্নের মতোই এক টুর্নামেন্ট।