গোল বিতর্কে আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখান ফিফার
প্যারিস অলিম্পিকের শুরুতেই আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ নিয়ে তৈরি হয় বিতর্ক। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ম্যাচ বন্ধ হলেও প্রায় দুই ঘণ্টা পর তা পুনরায় শুরু করে বাতিল করা হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোল। যা নিয়ে ফিফা বরাবর অভিযোগ জানিয়েও লাভ হয়নি। আর্জেন্টিনার সেই অভিযোগ প্রত্যাখান করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
গতকাল শনিবার (২৭ জুলাই) আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাপিয়া বলেন, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি মরক্কোর বিরুদ্ধে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে আমাদের দায়ের করা প্রতিবাদ প্রত্যাখ্যান করেছে। আমাদের অধিকার রক্ষার জন্য এএফএ জানতে চাইবে যে, সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেওয়া হয়েছিল এবং প্রাসঙ্গিক আপিলগুলো মূল্যায়ন করা হবে।’
এর আগে, গোল বাতিলের কারণে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। যদিও দর্শকদের বিশৃঙ্খলায় খেলা বন্ধ হওয়ার আগেও ২-২ সমতায় ছিল দুদল। তবে, এরপরই পাল্টে যায় দৃশ্যপট। প্রায় দুইঘণ্টা পর শুরু হয় খেলা।
মিনিট তিনেক খেলা হলেও আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অফসাইড ছিল জানিয়ে বাতিল করেন রেফারি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আলবিসেলেস্তারা। এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আর্জেন্টিনার বোর্ড সভাপতি ও তারকা ফুটবলার লিওনেল মেসি। বিষয়টিকে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন মেসি।