হঠাৎ অবসর নিয়ে কথা বললেন এমিলিয়ানো মার্টিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে কোলো মুয়ানির সেই শট না ফেরালে হয়তো শিরোপা জেতা হতো না আর্জেন্টিনার। সর্বজয়ী আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ এই তারকা গোলরক্ষক এবার জানালেন অবসরের কথা।
বয়স সবে ৩২। এরমধ্যেই জাতীয় দলের হয়ে জিতেছেন সবকিছু। আর্জেন্টিনার বিশ্বজয়ের দুই বছর পূর্তি হয়েছে বুধবার (১৮ নভেম্বর)। এই উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ ভিডিওতে আসে এমির অবসরের প্রসঙ্গ। এএফএ স্তাদিওতে করা স্মৃতিচারণের মধ্যে এমি জানান, তিনি অবশ্যই অবসর নেবেন।
সময়ের সেরা গোলরক্ষক এমি বলেন, ‘আমি শপথ করে বলছি, অবসর নেব। তার আগে আমি ২০২৬ বিশ্বকাপ জিততে চাই। আমার বয়স সবে ৩২। পরের বিশ্বকাপের সময় ৩৩ পার হবে। সেটি জিততে পারলে আমি অবসর নিয়ে নেব।’
মার্তিনেজ এবার ফিফা দ্য বেস্টে জিতেছেন বর্ষসেরা গোলকিপারের খেতাব। ২০২২ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। চলতি বছর ব্যালন ডি’অরে পেয়েছেন সেরা গোলরক্ষকের সম্মান। টানা দ্বিতীয়বারের মতো পেলেন এটি। সবমিলিয়ে মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটছে এমির।