অলিম্পিকে জোড়া যমজের বিরল লড়াই দেখল বিশ্ব
ক্রীড়া জগতে একই ইভেন্টে দুই যমজের খেলা নতুন নয়। তবে অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে সচরাচর এমনটা দেখা যায় না। আর দুই যমজের প্রতিপক্ষ হয়ে লড়ছেন যারা, তারাও যমজ। তাহলে তো অবাক হতেই হয়। অবিশ্বাস্য মনে হলেও এবারের প্যারিস অলিম্পিকে দেখা মিলেছে এমনটা।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) পোর্তে দে লা চ্যাপেল অ্যারায় ব্যাডমিন্টন ইভেন্টে এমন ঘটনার দেখা মিলেছে। মেয়েদের ডাবলসে দুই জোড়া যমজ বোন একে অপরের বিপক্ষে লড়েছেন। যুক্তরাষ্ট্রের অ্যানি এবং ক্যারি জুর বিপক্ষে লড়েছেন বুলগেরিয়ার জমজ বোন স্টেফানি ও গ্যাব্রিয়েল স্টোএভা।
যে ম্যাচে অবশ্য শেষ হাসিটা হেসেছে বুলগেরিয়ার স্টোএভা বোনেরা। যুক্তরাষ্ট্রের অ্যানি এবং কেরিকে ২১-১৬, ২১-১২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা। ম্যাচের আগে এক সাক্ষাৎকারে অ্যানি বলেছেন, ‘এটা খুবই আকর্ষণীয়। কারণ যখন অলিম্পিকে দুই জোড়া যমজের প্রতিযোগিতা দেখবে লোকেরা তখন তারা বিস্মিত হবেন। প্রতিপক্ষ হিসেবে একই ধরনের জোড়ার সঙ্গে খেলতে পারাটা আসলেই খুব মজার।
যমজ বোনকে নিয়ে অ্যানি বলেন, ‘প্রচুর সময় তার সঙ্গে কাটিয়েছি। যখনই তার মুখের দিকে তাকাই না কেন বুঝতে পারি সে কেমন অনুভব করছে। যদি তাকে নার্ভাস দেখায় তখন জানি কিভাবে তাকে উৎসাহ দিতে হয়।’
এদিকে, তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলছেন স্টোএভা বোনদ্বয়। যুক্তরাষ্ট্রের দুই যমজের বিপক্ষে খেলতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছেন না স্টেফানি। ম্যাচের আগে সেই সাক্ষাৎকারে প্রতিপক্ষ যমজদের উদ্দেশে তিনি বলেছেন, ‘অলিম্পিকে তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করা অসাধারণ। আমি আসলে বর্ণনা করতে পারছি না।’