প্যারিস অলিম্পিক
একটি সেলফি ও দুই কোরিয়ার মেলবন্ধন
উত্তর ও দক্ষিণ কোরিয়ার বৈরি সম্পর্কের কথা সবারই জানা। দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। তাদের মধ্যে উত্তেজনা কখনও কখনও চরমেও পৌঁছে যায়। এমতাবস্থায় দুই দেশের ক্রীড়াবিদদের বৈশ্বিক ইভেন্ট ছাড়া দেখা হয় না বললেই চলে। এবার ভাইরাল হলো অলিম্পিকে তোলা দেশ দুটির ক্রীড়াবিদদের একটি সেলফি।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়দের তোলা সেলফি ভাইরাল হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে এই ছবিটি। অনেকেই এটিকে এবারের অলিম্পিকের সেরা মুহূর্ত বলছেন।
এই ইভেন্টে সোনা জিতেছে চীন। রুপা জিতেছে উত্তর কোরিয়া এবং ব্রোঞ্জ দক্ষিণ কোরিয়ার। সব খেলোয়াড়কে নিয়ে সেলফি তোলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় লিম জং হুন। উত্তর কোরিয়ার রি জং শিক ও কিম কুম ইয়ং এবং চীনের ওয়াং চুকিন ও সান ইয়াংসাকে নিয়ে নিজের মুঠোফোনে সেলফিটি তোলেন তিনি।
এর আগে, ২০১৬ রিও অলিম্পিকে সবাইকে অবাক করে দিয়ে দুই কোরিয়ান জিমন্যাস্ট দক্ষিণ কোরিয়ার লি ইয়ুন-জু এবং উত্তর কোরিয়ার হং উন-জং একসাথে সেলফি তোলেন। রিও অলিম্পিকে দুই দেশের খেলোয়াড়দের এভাবে ছবি তোলার বিষয়টি বেশ প্রশংসিত হয়েছিল এবং একে অলিম্পিকের সত্যিকারের প্রেরণা বলা হয়েছিল।