সরকারের পতন, পিছিয়ে গেল 'এ' দলের পাকিস্তান সফর
প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দেশজুড়ে চলছে নানা ঘটনা। সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়ল ক্রিকেটেও। নির্ধারিত সময়ে পাকিস্তান সফরে যেতে পারছে না ‘এ’ দলের ক্রিকেটাররা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দিন পর যেতে হচ্ছে ক্রিকেটারদের।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। তবে সোমবার ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘অনিবার্য কারণবশত সফরটি অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।’
পাকিস্তান সফরে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। ‘এ’ দলের পর জাতীয় দলের সফর রয়েছে পাকিস্তানে। সব ঠিক থাকলে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এমন পরিস্থিতিতে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। কিন্তু অনুশীলন হচ্ছে না বলে ক্রিকেটারদের পাশাপাশি কোচদের হোটেলবন্দী সময় কাটাতে হচ্ছে। আপাতত পাকিস্তানে যেতে বিলম্প হলেও এখন পর্যন্ত ‘এ’ দলের পাকিস্তান সফরের সূচিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দলের ম্যানেজার শরিফুল ইসলাম।