প্যারিস অলিম্পিক : পদক তালিকায় এগিয়ে যারা
জমে উঠেছে প্যারিস অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থে বরাবরই পদকের লড়াইয়ে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র। চলমান আসরেও এর ব্যতিক্রম হচ্ছে না। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিকে এখন পর্যন্ত পদক জয়ের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।
২১টি সোনা, ৩০টি রুপা ও ২৮টি ব্রোঞ্জসহ মোট ৭৯টি পদক যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিনিদের সঙ্গে লড়াইটা চীনের। যুক্তরাষ্ট্রের সমান ২১টি সোনা তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ সংখ্যা কম। চীনের ঝুলিতে রুপা আছে ১৮টি, ব্রোঞ্জ ১৪। মোট সংখ্যা ৫৩। স্বাগতিক ফ্রান্স আছে তালিকার তিন নম্বরে।
ফ্রান্সের ঝুলিতে ১৩টি সোনা, ১৬টি রুপা ও ১৯টি ব্রোঞ্জসহ পদক ৪৮টি। চারে থাকা অস্ট্রেলিয়াও সোনা জিতেছে ১৩টি। ১২ রুপা ও আট ব্রোঞ্জসহ ক্যাঙ্গারুদের পদক ৩৩টি। অলিম্পিকে পদকের লড়াইয়ের তালিকা করা হয় সোনা জয়ে এগিয়ে থাকার ভিত্তিতে।
সেদিক দিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে আছে পাঁচে থাকা গ্রেট ব্রিটেন। ১২টি সোনা জিতেছে দেশটি। তবে ১৩ রুপা ও ১৭ ব্রোঞ্জসহ তাদের পদক সংখ্যা ৪২। এগিয়ে আছে অস্ট্রেলিয়ার চেয়ে। এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান যথাক্রমে জিতেছে ১১ ও ১০টি করে সোনার পদক।