হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফউদ্দিন
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আসন্ন পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তবে, হুট করেই সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। এবার তার না খেলার কারণ জানাল বিসিবি।
গত ৩০ জুলাই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে আগামী দুই মাস না খেলার সিদ্ধান্ত জানান সাইফউদ্দিন। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে না খেলতে পারায় মানসিকভাবে বেশ বিপর্যস্ত তিনি। ঠিক এই কারণেই আগামী দুই মাস সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার কথা থাকলেও ছুটি চাওয়ায় তার আর খেলা হচ্ছে না। এর আগে সাম্প্রতিক অস্থিরতার কারণে কানাডার ভিসা না পাওয়ায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি। এর আগে, বিশ্বকাপ দলেও তানজিম সাকিবের কাছে জায়গা হারিয়েছেন তিনি। সবমিলিয়ে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়েছেন এই ক্রিকেটার।
বিসিবির একজন কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, সাইফউদ্দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে না পারার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিসিবি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৬ জুলাই পাঁজরে চোট পান সাইফউদ্দিন। যার ফলে তার খেলাটা বেশ অনিশ্চয়তা পড়ে যায়। এমন পরিস্থিতিতে ভিসা পেলেও ব্যথা নিয়ে লম্বা ভ্রমণ ঝুঁকির কারণ হতে পারত।