নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানাল বিসিবি
যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের নতুন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। যেখানে আজ শুক্রবার (৯ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ। নতুন দায়িত্বে আসা আসিফকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসিফকে শুভকামনা জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ বার্তা জানায় বিসিবি। বিসিবি লিখেছে, ‘অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের প্রতি বিসিবির হৃদয় নিংড়ানো ভালোবাসা। বিসিবি আত্মবিশ্বাসী, তার নেতৃত্ব, দুরদর্শিতা, দৃঢ়তা ও দায়বদ্ধতার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখছি।’
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আজ দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবরটি জানান আসিফ। যদিও, সেই স্ট্যাটাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া আর কিছুই লেখেননি তিনি। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তার দায়িত্ব পাওয়ার বিষয়টি জানানো হয়।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। সার্টিফিকেট অনুযায়ী ২৬ বয়সে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ট উপদেষ্টার তালিকাতেও আছেন আসিফ ও আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।