বিপিএলে কে কত টাকা পুরস্কার পেলেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/barisal_0.jpg)
চিটাগং কিংস ও ফরচুন বরিশালের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো বিপিএল একাদশ আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১২ বছর পর ফাইনাল খেলা চিটাগংকে হতাশায় ডুবিয়ে বিপিএল ট্রফি জেতে তামিম ইকবালের বরিশাল। বিপিএল ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। আর বেশিরভাগ পুরস্কারই গেছে বরিশালের ক্রিকেটারদের পকেটে।
গত আসরের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে। গত আসরে ২ কোটি পাওয়া ফরচুন বরিশাল এবার চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে আড়াই কোটি টাকা। আর রানার্স আপ হিসেবে দেড় কোটি টাকা পেয়েছে চিটাগং কিংস। ফাইনালে ব্যাট হাতে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নেন তামিম।
টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ছিলেন খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ। সর্বোচ্চ ৫১১ রান এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে, বোলিংয়ে সর্বোচ্চ ২৫টি উইকেট নিয়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের রেকর্ডকেও।
কে কোন পুরস্কার এবং কত টাকা পেয়েছেন:-
ফাইনালসেরা—তামিম ইকবাল (৫ লাখ টাকা)
টুর্নামেন্টসেরা—মেহেদী হাসান মিরাজ (১০ লাখ টাকা)
সেরা ফিল্ডার—মুশফিকুর রহিম (৩ লাখ টাকা)
উদীয়মান তারকা—তানজিদ হাসান তামিম (৩ লাখ টাকা)
সর্বোচ্চ উইকেট শিকারি—তাসকিন আহমেদ (৫ লাখ টাকা)
সর্বোচ্চ রান সংগ্রাহক—নাঈম শেখ (৫ লাখ টাকা)
তৃতীয় স্থান—খুলনা টাইগার্স (৬০ লাখ টাকা টাকা)
চতুর্থ স্থান—রংপুর রাইডার্স (৪০ লাখ টাকা)