সুযোগ পেলে সেরাটা দিতে চান নাহিদ
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে পাকিস্তানের পথে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার নাহিদ রানা।
দেশের হয়ে এর আগে একটি টেস্ট খেলেছিলেন নাহিদ। গত মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন নাহিদ। আসন্ন সিরিজের দলে জায়গা পাওয়া নাহিদ একাদশে সুযোগ পেলে ভালো করার ব্যাপারে আশাবাদী।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য একটাই। আমি যদি একাদশে সুযোগ পাই, নিজের সেরাটা দেব। দল আমার কাছে যা চায়, সেই অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেশের জন্য ভালো কিছু করতে পারলে সবারই ভালো লাগে। আর আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। গত এক মাস ধরে এইচপির হয়ে অনুশীলন করেছি।’
এদিকে, ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন ওঠে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে। সাবেক এই সংসদ সদস্যকে ক্রিকেটে আর পাওয়া যাবে কি না তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে, এই অলরাউন্ডারকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাঁহাতি স্পিনারের।
পাকিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (শুধু দ্বিতীয় টেস্ট), সৈয়দ খালেদ আহমেদ।