মাদ্রিদের আকাশে নতুন নক্ষত্র এমবাপ্পে!
আসি আসি করে বছরের পর বছর কাটিয়েছেন। আসা হয়নি রিয়াল মাদ্রিদে। ভক্তরা সময় গুণেছে। অপেক্ষার ফল মিষ্টি হয়, প্রবাদটি সবার জানা। কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে আসার পর সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। গত জুলাইয়ে তাকে মাদ্রিদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর নতুন অপেক্ষা—কবে কখন মাঠে নামবেন তিনি!
মাদ্রিদের জার্সিতে এমবাপ্পেকে মাঠ দাপাতে দেখার স্বপ্নটাও সত্যি হলো। উয়েফা সুপার কাপে আটালান্টার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামেন ফরাসি তারকা। কার্লো আনচেলত্তির নতুন তুরুপের তাস খেলেছেন লাস্ট ম্যান হিসেবেই। পেছন থেকে তাকে সমর্থন দেওয়ার জন্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম।
মাদ্রিদের নতুন এই ত্রয়ী প্রথম ম্যাচেই শিরোপা এনে দিয়েছেন ক্লাবকে। আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপের রাজারা। ৫৯ মিনিটে ফেদে ভালভার্দে প্রথম গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন। ৬৮ মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ। এমবাপ্পের গোল দেখার ইচ্ছাও পূরণ হয় লস ব্লাংকো ভক্তদের। আটালান্টার ডি বক্সে জুড বেলিংহামের পাস থেকে দ্রুত শটে বল জালে জড়ান এমবাপ্পে। মাদ্রিদ এগিয়ে যায়, এমবাপ্পে ছুটে চলেন।
গোলের পর ফরাসি তারকার দৌঁড়ে গিয়ে দুই হাত বুকে নিয়ে করা উদযাপন। তাকে সঙ্গ দিতে আসা ভিনি-রদ্রিগোর একই ভঙ্গিতে করলেন উল্লাস। যেন অলক্ষ্যে বললেন, তোমায় স্বাগত এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ বরাবরই তারার হাট। সেখানে এবার মেলা বসেছে তরুণ তারকাদের। এমবাপ্পে সেই তারার আকাশে নতুন সংযোজন।