চেলসিকে উড়িয়ে দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম ম্যাচেই বড় পরীক্ষার মুখে পড়ে ম্যানচেস্টার সিটি। শুরুর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল চেলসি। তবে, সেই বাধা দারুণভাবেই কাটিয়েছে সিটি। চেলসিকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করেছে পেপ গুয়ার্দিওলার দল।
গতকাল রোববার (১৮ আগস্ট) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সটি। ম্যাচটিতে সিটির জয়ের নায়ক আর্লিং হলান্ড ও মাতেও কোভাচিচ।
ম্যাচ হলান্ডের জন্য মাইলফলকেরও। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা হলান্ডের জন্য এটি ছিল সিটির জার্সিতে ১০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে গোল ও জয় দুটিই পেলেন নরওয়েজীয় স্ট্রাইকার।
গতকাল ম্যাচের গোলের খাতা আগে খোলেন হলান্ডই। ম্যাচের ১৮তম মিনিটেই চমৎকার গোলে লিড এনে দেন তিনি। ডি বক্সের বাঁ দিক থেকে জেরেমি দোকু বক্সে পাস দেন। বের্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হলান্ডকে। সুযোগ হাতছাড়া করেননি হলান্ড। কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন নরওয়েজীয় তারকা।
পরের গোলটি আসে ৮৪তম মিনিটে। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, ২২ গজ দূর থেকে জোরাল শটে বড় জয় পুরোপুরি নিশ্চিত ক্রোয়াট মিডফিল্ডার কোভাচিচ।
বাকি সময় ম্যাচে ফিরতে আর সুযোগ পায়নি চেলসি। আক্রমণ-দখলে সিটির সমানে সমান থাকলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় হারের তিক্ততা নিয়ে।