ড্রেসিং রুমের কথা বাইরে আসার ব্যাপারে কঠোর হবেন ফারুক
বাংলাদেশ ক্রিকেটে অনেক সমস্যার মধ্যে অন্যতম ছিল ভেতরের কথা বাইরে আসা। বিশেষত, ড্রেসিং রুমের কথা প্রায়ই বাইরে আসত। যাতে, নানা সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে ক্রিকেটার থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেককে। পরিবেশ নোংরা করার পেছনে দায়ী এসব বিষয় বন্ধ করতে কঠোর হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ।
দায়িত্ব পেয়ে আজ বুধবার (২১ আগস্ট) বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সভাপতি ফারুক। সেখানে তিনি বলেন, ‘ড্রেসিং রুমের কথা বাইরে আসা, কোচদের কথা বাইরে আসা বন্ধ করব। এসব শূন্যের কাছাকাছি আনব। আমি ডিরেক্টরদের (বোর্ড পরিচালক) অধীনে কাজ করেছি। এসব আমি বুঝি। নিজেও একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছি। সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সরে যেতে হয়েছে। তখন কাউকে পাশে পাইনি।’
এছাড়া সাংবাদিকদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা আলোচনা-সমালোচনা অবশ্যই করবেন। আপনাদের কলম যেন সবসময় চলে। সমালোচনা না হলে কিন্তু কোনো জিনিস কখনোই ভালোর দিকে যায় না। অনেক সময় দেখা যায়, ছোট ঘটনা নিয়ে অনেক বেশি কথা হয়, যেসবের কোনো প্রয়োজন নেই। আপনারা আমার সমালোচনাও করতে পারেন। সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু তা যেন গঠনমূলক হয়, সেদিকে খেয়াল রাখবেন।’
নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশের ক্রিকেট। বিসিবির নতুন সভাপতি হিসেবে আজ দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের। সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথমে নাজমুল হাসান ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। পরে নির্বাচিত হন ফারুক আহমেদ।