তৃতীয় দিনে ইতিবাচক ব্যাটিংয়ের পরিকল্পনা শান্তদের
পাকিস্তানের গড়া পাহাড়সম রান তাড়ায় নেমে দ্বিতীয় দিনশেষে ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্রিজে আছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারালেও তৃতীয় দিনটা বেশ গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। তাই ইতিবাচক ক্রিকেট খেলার পরিকল্পনা চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের খেলাশেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প বলেন, ‘শেষ ১২ ওভারে তারা যেভাবে ব্যাটিং করেছে, সেটাই স্বস্তির। কেননা দিনের এই সময়টাতে ব্যাটিং করা বেশ কঠিন। এর ওপর সারাদিন ফিল্ডিং করার পর। আমরা আশা করব তারা যদি এভাবেই তৃতীয় দিনের শুরুটা করতে পারে, তবে ভালো কিছুই হবে।’
বোলারদের প্রসঙ্গ টেনে হ্যাম্প আরও যোগ করেন, ‘ দেখুন বোলাররা রিভার্স সুইং করতে পারেনি। আসলে এই জিনিসটা পুরোপুরি কন্ডিশনের ওপর নির্ভর করে। পিচের সহায়তা না থাকলে কাজটা করা কঠিন। তবে, তারা চেষ্টা করেছে। আর আমাদের মূল লক্ষ্য এখন লম্বা সময় ব্যাটিং করা। আর উইকেট দেখে ব্যাংটিং সহায়ক মনে হচ্ছে। তিন দিন বাকি তাই এখনই কিছু বলা কঠিন।’
তৃতীয় দিনের পরিকল্পনা জানিয়ে হ্যাম্প আরও বলেন, ‘পাকিস্তানের চারজন দারুণ পেসার রয়েছে। আগামীকাল আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে, আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। এখন পর্যন্ত উইকেট ব্যাটারদের জন্য সহায়ক অবস্থায় আছে, পরে কি হয় তা বলা কঠিন। তবে, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই।’