সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুশফিকদের। সুযোগ হলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব আল হাসানের প্রসঙ্গে কথা বলতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা উঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি, সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।’
গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম। পরে এই অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানোর কথা জানান একজন আইনজীবী। এর কয়েক দিন পর সাকিবের সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠান এক আইনজীবী।
পাকিস্তান সফর শেষে দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরলেও সাকিব ফেরেননি। কাউন্টি খেলতে তিনি যুক্তরাজ্যে যাবে। আর সেখান থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে শান্তর দল।