সাকিবের মানসিকতার প্রশংসা শরিফুলের কণ্ঠে
সাকিব আল হাসান—বাংলাদেশের ক্রিকেটে অমূল্য রতন হলেও সময়ের বিবেচনায় তিনি তুমুল সমালোচিত। তবে, মাঠের সাকিব বরাবরই আলাদা। সবুজ ঘাসে যতক্ষণ থাকেন, নিবেদনটা ঠিক থাকে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের শেষ ম্যাচে জয়সূচক রান আসে তার ব্যাট থেকেই। সতীর্থরাও আস্থা রাখছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের ওপর।
পেসার শরিফুল ইসলাম সেই বিশ্বাসীদের একজন। তিনি নিজেও মানছেন, সাকিব খারাপ সময় পার করছে। এনটিভি অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিবের প্রসঙ্গ আসলে শরিফুল জানান, সময় খারাপ গেলেও মানসিকভাবে সাকিব বেশ শক্ত।
শরিফুল বলেন, ‘ চলমান প্রেক্ষাপটের কিছুটা প্রভাব তো পড়েই। তবে, তিনি মানসিকভাবে অনেক শক্ত একজন মানুষ। মাঠের ভেতর ঢুকলে সবকিছু ভুলে যান। আপনারা যারা খেলা দেখেছেন, তারা জানেন মাঠে তার নিবেদন কতটা। সবসময় দলে ভূমিকা রাখার চেষ্টা করেন।’
সাকিবের ব্যাট থেকেই এসেছে জয়সূচক চার। সেটি কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে শরিফুল যোগ করেন, ‘ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল বৃষ্টি আসবে। বৃষ্টির শঙ্কা ছিল। আরেক উইকেট গেলে হয়তো জয় আসতে বাড়তি সময় লাগত। আমরা সবাই চাচ্ছিলাম মুশফিক ও সাকিব যেন শেষ করে আসতে পারেন। খুবই ভালো লাগছে যে জয়ের রান সাকিবের ব্যাট থেকে এসেছে।’