টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
সাদা পোশাকে বাংলাদেশের সব অর্জন বলা যায় পাকিস্তানের বিপক্ষে সিরিজকে। দুটি টেস্ট জয়, একটি সিরিজ নিজেদের করে নেওয়া— এতটুকুতেই সীমাবদ্ধ নয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ঐতিহাসিক সিরিজের মাহাত্ম্য। এই সিরিজ ছাড়িয়েছে সবকিছুকে। তর্কসাপেক্ষে এটিই টেস্টে বাংলাদেশের সেরা পারফরম্যান্স।
ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সবাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এসেছে দলগত সাফল্য। বাংলাদেশ এর সুফল পেয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। টেস্টের সেরা ১০-এর তালিকায় না এগোলেও বেড়েছে বাংলাদেশের পয়েন্ট। দুই জয়ে ১৩ পয়েন্ট বাড়ল লাল-সবুজের প্রতিনিধিদের।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের পয়েন্ট এখন ৬৬। পাকিস্তান সিরিজ শুরুর আগে যা ছিল ৫৩। তালিকায় বাংলাদেশের অবস্থান নবম, রেটিং পয়েন্ট এক হাজার ৩২৩। টেস্টে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের কাছে টানা দুই হারে পাকিস্তানের হয়েছে অধঃপতন। দুই ধাপ নেমে দলটি আছে আট নম্বরে।
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে পাওয়া দুটি জয় বাংলাদেশকে তুলে এনেছে চ্যাম্পিয়নশিপ টেবিলের ওপরের সারিতে। চলমান চক্রে ছয় ম্যাচ খেলে তিনটি করে জয় ও হারে বাংলাদেশের পয়েন্ট ৩৩। তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।