সাকিবের অবিশ্বাস্য বোলিং ছাপিয়ে নাটকীয় হার সারের
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেরা ব্যাটার আউট হয়ে যেতে পারেন শূন্য রানে। আবার সেরা বোলারটির ভাগ্যে দেখা গেল কোনো উইকেটই জুটল না। কাউন্টিতে সারে বনাম সমারসেট ম্যাচে ঠিক তেমনটাই ঘটেছে। প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করা সারে, দ্বিতীয় ইনিংসে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ হেরেছে।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শেষদিনে খেলতে নেমে খুব বেশিদূর যেতে পারেনি সমারসেট। সাকিব আল হাসানের পাঁচ উইকেটের সুবাদে দলীয় ২২৪ রানে অলআউট হয় সমারসেট। জবাবে ২২১ রানের লক্ষ্য পায় সারে। মনে হচ্ছিল সেই লক্ষ্য খুব সহজেই তাড়া করবে। ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১০৯ রানে থামে সারে। ১১১ রানের জয় তুলে নেয় সমারসেট।
বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে রানের দেখা পাননি সাকিব। প্রথম ইনিংসে ১২ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরেছেন এই অলরাউন্ডার। এর আগে প্রথম ইনিংসে ৩১৭ ও দ্বিতীয় ইনিংসে ২২৪ রান করেন সমারসেট। আর প্রথম ইনিংসে সারে ৩২১ করলেও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের বেশি করতে পারেনি।
বোলিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে সাত মেইডেন দিয়ে ৯৭ রানে চার উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেলেন নিজেকেই। এই ইনিংসে ২৯.৩ ওভারে ১ মেইডেনসহ ৯৬ রানে নেন পাঁচ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটিই তার ম্যাচ সেরা বোলিং। এর আগে, ২০১০ সালে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ উইকেট শিকার করেন সাকিব। সেটিই ছিল পেশাদার ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং।