চেন্নাই টেস্ট
অশ্বিনকে ফিরিয়ে স্বস্তি আনলেন তাসকিন
অবশেষে রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরে ফেরাতে পারল বাংলাদেশ। বলা ভালো তাসকিন আহমেদ ফিরিয়েছেন তাকে। চেন্নাইয়ে আজকের সকালটা নিজের মতো করে সাজাচ্ছেন বাংলাদেশি এই পেসার। তাসকিনের করা স্ট্যাম্পের বাইরের বল সজোরে মারেন অশ্বিন। লক্ষ্য ছিল বাউন্ডারি। তবে, সেটি হতে দেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লুফে নেন ক্যাচ।
এতে ভাঙে অশ্বিনের প্রতিরোধ। দলীয় ৩৭৪ রানে নবম ব্যাটার হিসেবে যখন আউট হন অশ্বিন, তার ব্যক্তিগত সংগ্রহ তখন ১৩৩ বলে ১১৩ রান। ভারতকে অলআউট করতে বাংলাদেশের প্রয়োজন মাত্র এক উইকেট।
বাংলাদেশকে ফের উইকেটের আনন্দে মাতালেন তাসকিন
বাংলাদেশকে আবারও উইকেটের আনন্দে মাতালেন তাসকিন আহমেদ। দিনের প্রথম উইকেটের মতো দ্বিতীয়টিও তার শিকার। এই পেসারের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন আকাশ দ্বীপ। বল অনেক উঁচুতে উঠলেও ক্যাচ নিতে সুবিধা হয়নি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আউট হওয়ার আগে আকাশ করেন ১৭ রান। দলীয় ৩৬৭ রানে অষ্টম উইকেট হারায় ভারত।
এর আগে ব্যক্তিগত আট রানে জীবন পেয়েছিলেন আকাশ। তাসকিনেরই বলে ক্যাচ তুলে দেন। তবে, সেটি লুফে নিতে ব্যর্থ হন সাকিব আল হাসান। বাংলাদেশের গলার কাঁটা হয়ে ক্রিজে এখনও টিকে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
জাদেজাকে ফিরিয়ে তাসকিনের ব্রেক থ্রু
অশ্বিন-জাদেজার ম্যারাথন জুটিতে বাংলাদেশ প্রায় মুষড়ে পড়েছিল। তবে, সকালের রাঙা আলোয় ফের আলোকিত সফরকারীরা। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৩ বল।
৮৬ রানে অপরাজিত থেকে দিন শুরু করা রবীন্দ্র জাদেজা আর কোনো রান যোগ না করেই ফেরেন সাজঘরে। তাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচে এটি তাসকিনের প্রথম শিকার। এতে ভাঙে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জাদেজার ১৯৯ রানের জুটি। ৩৪৩ রানে বাংলাদেশ পায় সপ্তম উইকেটের দেখা।
ভারতকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে বাংলাদেশ
চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের শুরুতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশের পেসাররা। বেলা শেষে সেটি ধরে রাখতে পারেননি তারা। এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। প্রথম ইনিংসের প্রথম দিনে ছয় উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০২ রানে এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত ৮৬ রান নিয়ে।
অনেকটা ব্যাকফুটে থেকে আজ দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও, সফররতদের লক্ষ্য ভারতকে যত দ্রুত সম্ভব আটকানো। প্রথমদিন চার উইকেট পাওয়া হাসান মাহমুদও গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ভারতকে ৪০০ রানের আগে অলআউট করতে চায় বাংলাদেশ। তাহলে ব্যাটারদের জন্য কাজ কিছুটা সহজ হবে।